Header Ads

Header ADS

BD Motivation Article 2.0 [part -3]

 


১.পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটা আমি, এই জন্যই সবাই আমাকে ছেড়ে চলে যায়, 


২.পুরুষের চোখের ভাষা না বুঝতে পারলে নারী তুমি ব্যর্থ।


৩.যত দিন বেচে আছি খুঁজবে তোমায়, দেখবে এর শেষটা কোথায়। 


৪. অবহেলা করলে লোহাতে ও মরিচা পড়ে আর আমি তো মানুষ।  


৫. দূরত্ব যদি ভালো রাখে, তবে আকাশ পাতাল সমান দূরত্ব হোক। 


৬. চোখ সেই জিনিসটাই পছন্দ করে যা ভাগ্যে থাকে না। 


৭. না পাওয়া জিনিসের প্রতি একটু বেশি মায়া থাকে। 


৮. নিজের ভাগ্যের প্রতি আমার আকাশ সমান অভিযোগ। 


৯. যারা অনেক বেশি আশা নিয়ে, অন্যের উপর ভরসা রাখে, তারাই সবচেয়ে বেশি ঠকে।


১০. যারা সম্পর্কে রাখতে চায় না, তাদের অযুহাতের কোন শেষ হয় না।


১১.সফলতা অর্জন  করার ১০ টি সূত্র:

১. যত দ্রুত সম্ভব শুরু করুন।

২.প্রতি দিন নিজের সেরাটা দিতে হবে। 

৩.নিজেই নিজের বস হতে হবে। 

৪.না বলা শিখতে হবে। 

৫. প্রতিঙগা বদ্ধ হন, প্রত্যয় হন।

৬. আশা হারাবেন না।

৭. সমালোচনাকে স্বাগত জানান।

৮.জীবনটা সহজ নয় এটা মেনে নিন।

৯. শিক্ষা প্রতিষ্ঠান নয়, জীবনটাই সেরা স্কুল। 

১০. সাফল্যের হিসাব করুন। 


১২.ভালোবাসার মানুষ জীবনে আসার চেয়ে ভালো রাখার মানুষ জীবনে আসা বেশি জরুরি।


১৩.একজন ভুল মানুষ চলে যাওয়ার অর্থ হল, সঠিক মানুষটির আশার পথ তৈরি হয়েছে।


১৪.তার জন্য কেঁদে লাভ নেই, যে কি না আপনার হাসিটাকেই মেরে ফেলেছে।


১৫.ক্ষমা তাঁকেই করা যায়, যে নিজের ভুল গুলো স্বীকার করে নেয়। 


১৬.বিশ্বাস কাকে করবেন, সবচেয়ে বিশ্বাসযোগ্য মানুষটাও কসম দিয়ে মিথ্যা কথা বলে।


১৭.যে রাস্তায় বার বার যেতে আমি ক্লান্ত হই না, আর এখন ঐ রাস্তার কথা মনে হলে আমি ক্লান্ত হয়ে যাই, পার্থক্য শুধু সময়ের। 


১৮.নারী যদি তার পুরুষের অসময়ে পাশে থাকে, পুরুষ তার জীবন বাজি রেখে যে পরিস্থিতিতে তাকে আগলে রাখে।


১৯.নিজের কষ্টটা নিজের কাছে পাহাড় সমান, আর অন্যের কাছে এক দুই লাইনর গল্প মাত্র। 


২০.রাত তারাই জাগে যারা জীবনের সাথে হিসাবটা আজও মেলাতে পারেন নি।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.