Bd Motivation Article 2.0 [part - 2]
১.সব সময় নিজেকে খুব একা ভাবি কারণ জানি আমার পাশে থাকার মত কেউ নাই, মাঝে মাঝে কাউকে খুব আপন ভাবি পাশে গিয়ে দেখি, সবই আমার কল্পনা।
২.চেয়ে দেখ চাঁদের দিকে, কত কষ্ট তার বুকে, কখনো মেঘে ঢেকে যায়, কখনো আঁধারে হারায়, তবুও সবকিছু ভুলে হাসে, কারণ সে, আকাশকে ভীষণ ভালোবাসে।
৩.কাঁটা ঘায়ে তুই নুনের ছিটা আর কতই দিবি, মন মরা এই মুখের হাসি কতই কেড়ে নিবি, দয়াল কতই কেড়ে নিবি।
৪.চিনতে ভুল করলেই সে তো অনেক বড় ভুল, আসল গোলাপ নয়তো সে যে কাগজেরী ফুল।
৫.গল্পটা তখনই ভালো ছিল, যখন তুমি ছিলো অপরিচিত আর আমি ছিলাম, আমার আমিতে সীমাবদ্ধ তোমাকে চেনার পর, জীবনের গল্পটাই পাল্টে গেল।
৬.তুমি আমার না হয়ে বরং তারই হও, যে তোমাকে আমার থেকে ও বেশি ভালোবাসতে পারে।
৭.তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক নীল প্রজাপতি, হাজার বছর তাকিয়ে থাকলে ও মায়া কমবে না, তোমার প্রতি।
৮.তারা ভাবে আমি বোকা অথচ আমি জেনে বুঝে আমি হেরে যাই, কখনো কখনো জেতার চেয়ে হেরে যাওয়ার মাঝে আনন্দ বেশি থাকে।
৯.খুব পছন্দের মানুষ কখনো নিজের হয় না, হয়তো হারিয়ে যায়, নয়তো অন্যের হয়ে যায়।
১০.পৃথিবীতে সবচেয়ে অসহায় সে যে নিজের রাগ অভিমান কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে ও পারে না, শুধু মৃদু হাসির আড়ালে চোখের জল লুকিয়ে রাখে।
১১.কাউকে বেশি বেশি দেখে না, খুব মনে পড়বে, কাউকে কষ্ট দিও না পরে নিজেই কষ্ট পাবে, আর কাউকে কাছে পেয়েও হারিও না, পরে সারাজীবন কাঁদতে হবে।
১২.সম্পর্কে সত্যকারের ভালোবাসা থাকলে, দূরত্ব কখনোই একজন আরেকজনের প্রতি গুরুত্ব কমায় না।
কোন মন্তব্য নেই