BD Motivation Article 2.0 [part - 4]
১.আমি তার কাছে এতটা গুরুত্বপূর্ণ না, যতটা আমি ভাবতাম।
২.নিজের ক্ষতি করে আমি নিজেই হাসি, আমাকে হারাবার ভয় দেখিয়ে লাভ নাই, আমি আমার ব্যর্থতার উপর দাড়িয়েই সফল হব ইনশাআল্লাহ
৩.পরিস্থিতির কারণে চুপ হয়ে গেছি, না হলে হাসি খুশী আমি ও কম ছিলাম না।
৪.পাওয়া এত কঠিন কেন, এই না পাওয়া প্রতিযোগীতায়, আমি ভীষণ ক্লান্ত।
৫.স্বার্থপর লোকেরা কখনো দুঃখের ভাগ নেয় না, সব সময় সুখের ভাগের আশা করে।
৬.মাঝে মাঝে মন খারাপের কারণ কাউকে বোঝানো যায় না, শুধু নিজের ভিতরটা কুঁড়ে কুড়ে খায়।
৭.একটু ভালো থাকার জন্য এত মানিয়ে চলি, এত যুদ্ধ করি, তবুও দুইটা দিন একটানা ভালো থাকতে পারি না, আহরে জীবন।
৮.মানুষের চেহারা দেখেই যদি বেইমান চেনা যেতে তাহলে নবাবের পাশে মীর জাফর থাকতে না।
৯.পুরুষ কখনো রুপের জন্য নারীকে ত্যাগ করে না, ত্যাগ করে তার আচরণের জন্য।
১০.জেদ ধরে নিজের ঘর ছেড়ে দিয়েছি, পরিবার ছেড়ে দিয়েছি, গ্রাম ছেড়ে দিয়েছি, আর তুমি তো শুধু প্রিয় মানুষ।
১১.এক জন পুরুষের টেনশন যদি, ১০০ জন নারীর মধ্যে ভাগ করে দেওয়া হত, তাহলে ৯৯ জন নারী পাগল হয়ে যেত।
১২.মানুষ শুধু ব্যাথায় নয় কথায় ও মরে, কথার যে কি পরিমাণ ব্যাথা সেটা শুধু আঘাত প্রাপ্ত মানুষটাই জানে।
১৩.মাঝে মাঝে নিজেকে আর শক্ত রাখতে পারি না, চিৎকার করে কান্না করতে হচ্ছে করে, আমি ও তো মানুষ কষ্ট হয়, খারাপ লাগে, যন্ত্রণা হয়, নিঃশ্বাস ভারী হয়ে যায়, আচমকাই চোখ দিয়ে পানি চলে আসে, পরোক্ষণেই আড়ালে চোখ মুছে আবার নিজেকে বোঝাই, ভেঙে পড়লে চলবে না, সইতে হবে, জীবনের বাস্তবতা দেখা এখনে অনেক বাকি।
১৪.ভরসা ছিল, বিশ্বাস ছিল, কিন্তু পরে বুঝলাম, আমার সব ধারণা ভুল ছিল।
১৫.সময় খারাপ আসতে শুরু হলে, সব দিক থেকে আঘাত আসতে শুরু করে।
১৬.হাজার ও অনুভূতির ম্যাসেজ ভালো থেকে তুমি।
১৭.কাউকে বেশি দাম দিলে, নিজের দাম কমে যায়।
১৮.এই সংসারের বিশেষ দুঃখ এই যে, মরিবার উপযুক্ত সময়ে কপহ মরে না, অসময়ে সবাই মরে।
১৯.যাকে পেয়ে ভেবে ছিলাম, আর হয়তো কষ্ট পাবে না, সে ও বুঝিয়ে দিল, ভালোবাসা সুন্দর কিন্তু সবার জন্য না।
২০. তিনটি জিনিস মানুষকে ধ্বংস করে:
(১) লোভ, (২)হিংসা, (৩) অহংকার
কোন মন্তব্য নেই