Header Ads

Header ADS

Bd Motivation Article 2.0 [part - 1]

 

১. সময় খারাপ নাকি, ভাগ্যটাই খারাপ, সত্যিই জানি না, যে বয়সে সবচেয়ে বেশি আনন্দে থাকার কথা, সেই বয়সে পাহাড় সমান কষ্ট নিয়ে জীবন কাটাতে হচ্ছে। 


২. বিয়ের পর ছেলেদের দুইটি কাঠগড়ায় দাঁড়াতে হয়, (১) মা (২) স্ত্রী এই দুই জনকে মানিয়ে নিতে নিতে একদিন ঐ ছেলে দুনিয়া থেকে চির বিদায় নিয়ে চলে যায়।


৩. মানুষ প্রয়োজন মেটাতে যতটা প্রশংসা করে, প্রয়োজন শেষ হলে তার চেয়ে বেশি বদনাম করে। 


৪. সত্য এই জন্যই চুপ থাকে, কেন না সে জানে, কিছু কথার উত্তর সময় দিবে। 


৫. সফল হওয়ার সহজ উপায় হল, কথা বলা ছেড়ে দেওয়া এবং কাজ শুরু করে দেওয়া। 


৬. ভালো থাকবে থাকবে করতে করতেই, দেহটাই জীবন্ত লাশ হয়ে গেল তবুও ভালো থাকা হল না।


৭. টাকা ধার দিলে সম্পর্কে নষ্ট হয় না, সম্পর্কে নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে। 


৮. টাকা কামাতে না পারলে বাড়ির প্রিয় মা বাবা ও বাড়ি থেকে বের করে দেয়, ছেলে হওয়াটা সহজ নয়। 


৯. সব শিক্ষা বইয়ের পাতা থেকে হয় না, কিছু শিক্ষা পরিস্থিতি আর বাস্তবতা শিখিয়ে দেয়। 


১০. টাকা ছাড়া বন্ধু হয় না, চেহারা ছাড়া প্রেম হয় না, স্বার্থ ছাড়া কেহ খোঁজ খবর নেয় না।


১১. নিজেকে দুই দিনের জন্য আরাল করে দেখে, তিন দিনের মাথায় কেউ আর আপনার খোঁজ নিবে না, প্রয়োজন ছাড়া মনে রাখাটাকেও মানুষ বোঝা মনে করে। 


১২. পড়ে গেলে নিজেই উঠতে শেখে, কারণ তুমি টাকা নও যে, লোকে তোমারে উঠাবে।


১৩. পায়ের তলার মাটি শক্ত হলে, কাঁধে হাত রাখার লোকের অভাব হয় না।


১৪. টাকা ধার দেওয়ার সময় নিজেকে মহান মনে হয়, আর পাওনা টাকা চাওয়ার সময় নিজেকে ভিক্ষক মনে হয়।


১৫. নিজের যোগ্যতা নিয়ে কখনো অহংকার করতে নেই, পাথর কিন্তু তার ওজনের কারণেই ডুবে যায়।


১৬. চুপ হয়ে গেয়েছি, কারণ নিজের অবস্থান আমাকে বোবা বানিয়ে দিয়েছে। 


১৭. সন্তানকে বোঝার চেয়ে, যদি সমাজকে বোঝা সবচেয়ে বেশি জরুরী হয়, তাহলে সন্তান জন্ম না দিয়ে, সমাজ সেবাই মন দেওয়া উচিত। 


১৮. অধিকাংশ ছেলেই ১৬-২৫ বছরই মারা যায়, কিন্তু কবর দেওয়া হয় ৭০ বছর বয়সে। 


১৯. নেতার ছেলে বিদেশে পড়ালেখা করে, আর তুমি ৩০০ টাকার জন্য নেতার হয়ে চামচামি করে, দশ বছর পর নেতার ছেলে নেতা, আর তোমার জীবন ছেড়া ফাটা।


২০. নিম্ন মধ্যবিত্ত পরিবারের পুরুষেরা এক একটা অভিনেতা তারা পাহাড় সমান চাপ নিয়ে বাসায় গিয়ে মা বাবা স্ত্রী সন্তানের সামনে এমন অভিনয় করে যে তার জীবনে কোন কষ্ট নাই কোন টেনশন নাই। 



কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.